ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

খালেদা ও তারেকের নেতৃত্ব চায় না মানুষ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৭, ২০১৪ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

2নিজস্ব প্রতিবেদক : তারেক রহমান ও তার মায়ের নেতৃত্ব এদেশের মানুষ আর চায় না উল্লেখ করে বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমপি বলেছেন, ‘দেশে জাতীয়তাবাদী শক্তি হিসেবে একদিন বিএনপির স্থান দখল করবে বিএনএফ।’
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বহুদলীয় সরকারের অধীনে নির্বাচন, সমসাময়িক রাজনীতি ও বিএনএফ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আজাদ বলেন, ‘বাংলাদেশে তারেক জিয়ার নেতৃত্ব শেষ। তাকে কেউ পছন্দ করে না। তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে হলেও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেননি তিনি।’
উপস্থিত নেতাকমীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সঠিকভাবে কাজ করতে হবে। যাতে আমরা অল্পদিনের মধ্যেই দলকে গোছাতে পারি।’
২০১৫ সালের ১৬ মের মধ্যে ফারাক্কা চুক্তি বাস্তবায়ন ও গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে বিএনএফ ঢাকা মহাসমাবেশ করবে বলে ঘোষণা দেন আজাদ।
মাহজেবিন ওয়াহেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জানিপপ চেয়ারম্যান ও ঢাবি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক শফি উল্যাহ চৌধুরী প্রমুখ।