ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ছোট করা হচ্ছে মুক্তিযুদ্ধের ক্যানভাস

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৭, ২০১৪ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

Roniনিজস্ব প্রতিবেদক : সাবেক সাংসদ ও বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, ‘দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু এখন বিষয়টাকে জামায়াতবিরোধী করে ফেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ক্যানভাসকে ছোট করা হচ্ছে।’
সোমবার জাতীয় প্রেসক্লাবের বর্ধিত হল রুমে ‘সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের’ প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সার্বভৌমত্ব সুরক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘আমাদের দেশের শতভাগ জমিই কৃষি জমি। তাই শিল্প-কারখানা ও ক্রমবর্ধমান জনগোষ্ঠির প্রয়োজনীয় বসতির জন্য কৃষি জমিই ব্যবহার করতে হবে। সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর জন্য কোনো স্থাপনাও হতে পারে।’
বিএনপির সাবেক এ নেতা বলেন, ‘সেনানিবাস বা অন্য কোনো স্থাপনা না করার জন্য দেশের ৮টি এনজিও যে দাবি জানিয়েছে তা জাতীয় স্বার্থবিরোধী।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সেনাবাহিনীর জমি অধিগ্রহণ নিয়ে কী এমন অনিয়ম হয়েছে যে, ৮টি এনজিও এক সঙ্গে সংবাদ সম্মেলন করে দাবি জানাবে? তারা আসলে সংঘবদ্ধ হয়ে সরকারের দুর্বলতার সুযোগ নিতে চাচ্ছে।’
বিভিন্ন এলাকার কৃষি জমি সেনাবাহিনীকে বরাদ্দ দেয়ার প্রক্রিয়া চলছে, এতে সাত হাজার মানুষ উচ্ছেদ হবে- বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের এমন বক্তব্যের প্রেক্ষিতে আখতারুজ্জামান বলেন, ‘রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডির কৃষিজমি- জলাধার ভরে অনেককে কোটি টাকার সম্পদ করে দেয়া হয়েছে। তখনতো তিনি পরিসংখ্যান নেবার প্রয়োজন বোধ করেননি। কারণ তিনিও সেই সুবিধাভোগীদের একজন।’
রাজধানীর একটি বড় অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তার পরিধি ক্রমেই বাড়ছে- আইন ও শালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের এমন অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত এবং রাষ্ট্রের অস্তিত্বের প্রতি চ্যালেঞ্জ বলেও দাবি করেন আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের গোটা সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া দিয়ে সমগ্রজাতিকে খোয়াড়ে বন্দি করে রাখা হচ্ছে। এটা আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রতি চ্যালেঞ্জ নয় কী? এনিয়ে তো তারা কথা বলেন না। দেশের সশস্ত্র বাহিনীর অস্তিত্ব ও নীতিমালা সংবিধানেই দেয়া রয়েছে।’
সেনাবাহিনী দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান বলেও দাবি করেন আখতারুজ্জামান।