নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৭ জন। মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে গত শনিবার থেকে যা চলবে আজ বিকেল ৫টা পর্যন্ত।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘এখন পর্যন্ত ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জমা দিয়েছেন ১৩ জন।’
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত সাংসদ ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমরুল হোসেন তালুকদার ইমন, প্রবীণ রাজনৈতিক জেলা আওয়ামী লীগ নেতা গাজী ম ম আমজাদ হোসেন, ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি সাইদুল ইসলাম খান পল, মোক্তার হোসেন, লুৎফর রহমান, স্বপন কুমার রায়, রাশিদা পারভীন, নরেন্দ্র চন্দ্র মজুমদার, আবদুল হাদী আল জিন্নাহ, খাজিদাতুল কোবরা প্রমুখ।
সোমবার সন্ধ্যায় গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নৌকার টিকিট তুলে দেয়া হবে ভাগ্যবান ব্যক্তির হাতে। বৈঠকে সভাপত্বি করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে দলীয় সূত্রে জানা গেছে, প্রয়াত সাংসদ ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমরুল হোসেন তালুকদার ইমন ও খাজিদাতুল কোবরা মনোয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন।
এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২০ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর, আপিল করা যাবে ২৩ থেকে ২৫ নভেম্বর, প্রার্থী তালিকা প্রকাশ ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৩০ নভেম্বর ও প্রতীক বরাদ্দ হবে ১ ডিসেম্বর।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার গত ৬ অক্টোবর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতেই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।