নিজস্ব প্রতিবেদক :
কিশোরগজ্ঞ জহুরুল ইসলাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের (জে-২৩) এনামুল কবির (২০) নামে এক মেধাবী ছাত্র নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এনামুল কবির মাজিদুল ইসলাম হলে ৩০৩নং রুমে থাকতো বলে জানা যায়। তার দুলাভাই মাগফুর রহমান দৈনিক পাঞ্জেরীকে জানান, গত বৃহস্পতিবার সকালের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তারপর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার কাছে খোঁজ নিয়ে তার কোন হদিস না পাওয়ায় অবশেষে কিশোরগঞ্জের বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নং-৬৬৪, তাং-১৬/১১/১৪। বিষয়টি গুম নাকি অপহরণ, এ বিষয়ে নিশ্চিত নয় তার পরিবার। এনামুল কবির সাতক্ষীরার সাতানী গ্রামের মো. জাহাবক্স গাজীর ছেলে।