নিজস্ব প্রতিবেদক :
এক হাজার ৩৫৩ কোটি ৪৬ লাখ টাকার সাতটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার সকালে নগরীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনীতি পরিষদের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সাত প্রকল্পের মধ্যে নতুন তিনটি এবং সংশোধীত চারটি প্রকল্প রয়েছে। যা সরকারি অর্থ তহবিল (জিওবি) এবং সংস্থার নিজস্ব তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো- আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্প, তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট ও একটি বেসিক সেন্টার স্থাপন প্রকল্প এবং মদন ও খালিয়াজুরি সড়ক নির্মাণ প্রকল্প।