নিজস্ব প্রতিবেদক : মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম পদে পুনর্বহাল করা হয়েছে। ইতিপূর্বে তাকে দেয়া অব্যাহতি পত্র প্রত্যাহার করে নেয়া হয়েছে।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় মঙ্গলবার এক প্রেস বার্তায় এ কথা জানান।
এদিকে রাঙ্গার ব্যক্তিগত সহকারী আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি অনেকদিন হলো প্রক্রিয়াধীন ছিল। আজ দুপুর ১টার দিকে পার্টির চেয়ারম্যান তার বদ পুনর্বহাল করেন।
প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১০ সেপ্টেম্বর রাঙ্গাকে প্রেসিডিয়াম পদ বহিষ্কার করা হয়।