ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বর্ধমান বিস্ফোরণে এবার রোহিঙ্গা আটক

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৮, ২০১৪ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

niaআন্তর্জাতিক ডেস্ক :  বর্ধমান বিস্ফোরণের ঘটনায় এবার আটক হলেন মিয়ানমারের এক নাগরিক।
গতকাল সোমবার বিকেলে খালিদ মহম্মদ নামে ওই ব্যক্তিকে হায়দরাবাদ থেকে আটক করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
এনআইএর দাবি, খালিদের আইইডি তৈরির প্রশিক্ষণ রয়েছে। তার কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণের ভিডিওর পাশাপাশি আইইডি ও বোমা তৈরির নথিও মিলেছে বলে দাবি করছেন গোয়েন্দারা। জঙ্গি সংগঠন আইএসআইএস-এর পত্র-পত্রিকাও পাওয়া গেছে তার কাছ থেকে।
এনআইএ দাবি করছে, খালিদ জেরায় জানিয়েছেন, তিনি তেহরিক-ই-আজাদি-আরাকানের তত্ত্বাবধানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষক ছিলেন পাকিস্তানের তেহরিক-ই-তালিবানের জঙ্গিরা।
গোয়েন্দাদের দাবি, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হায়দরাবাদে থাকতেন তিনি।
খালিদ বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এলাকার জঙ্গি সন্ত্রাসীবাদীদের দলের অন্তর্ভুক্ত বলে স্বীকার করেছেন। এরকম একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ রয়েছে। এনআইএ জানিয়েছে, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে জঙ্গি শিবির চালানোর সঙ্গেও যুক্ত খালিদ।