নিজস্ব প্রতিবেদক : গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দানের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে এ চার্জশিট গৃহীত হয়।
গত ২২ অক্টোবর কলাবাগান থানার এসআই মোহাম্মদ আসাদুজ্জামান ২৫ জনকে বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মঙ্গলবার আদালতে দাখিলকৃত চার্জশিট উপস্থাপন করলে আদালত তা আমলে নেন। মামলাটি বিচারের জন্য এ আদালত থেকে বিচারিক আদালতে পাঠিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে কলাবাগানে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ প্রায় দুবছর পর মামলাটিতে চার্জশিট দাখিল করা হয়।