নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে বর্ধমানে বিস্ফোরণের ঘটনার যোগসূত্র আছে বলে দাবি করেছে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা।
মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।