নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানের কারামুক্তি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যেই চক্র বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে ৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারাই চায় না তারেক রহমান দেশের হাল না ধরুক।”
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।
৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস। কারামুক্তির পর থেকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।
সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল এতে সভাপতিত্ব করেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভোত্ব রক্ষার জন্য আন্দোলন করছি। তাই যারা ভবিষ্যতে বাংলাদেশে মেধাবী রাজনীতি দেখতে চান তাদেরকে বলবো আপনারা তারেক রহমানের দিকে ফিরে তাকান।” তিনি বলেন, “একটি মহল চায় না তারেক রহমান দেশের হাল ধরুক। যেই চক্র জাতিকে নেতৃত্বশূন্য করতে ৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করেছিল। এই গোষ্ঠী এক এগারোর সৃষ্টি করে অবৈধ সরকার গঠন করেছিল। তারেক রহমানকে গ্রেফতার করে নির্যাতনের মাধ্যমে হত্যা করতে চেয়েছিল।” তিনি সরকারকে ‘দানব’ আখ্যা দিয়ে এদের বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি তারেক রহমানের লন্ডনে দেয়া বক্তব্যের পর সরকারি দলের পক্ষ থেকে কড়া প্রতিবাদের সমালোচনা করে তিনি বলেন, “তারেক রহমানকে কেন এত ভয়? তিনি কথা বললেই আপনাদের গায়ে জ্বালা ধরে কেন? তারেক রহমান তথ্য উপাত্ত দিয়ে কথা বলেন।”
এতে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিব উর রহমান হাবিব, ছাত্র সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, সহ-ছাত্র সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।