ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক খুনে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৮, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

2রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক ড. একেএম শফিউল ইসলামের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হমিদ।
সেই সঙ্গে খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উদ্বেগ প্রকাশ করে এ নির্দেশ দিয়েছেন।
রুয়েটের চ্যান্সেলর হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান সরকার প্রকৌশল ও তথ্যপ্রযুক্তির বিকাশে অগ্রাধিকার দিয়েছে। এজন্য সরকার দেশের বিভিন্ন জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে এক যুগোপযোগী তথ্য প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে আইসিটি ইন এডুকেশন মাস্টর প্লান প্রণয়ন করেছে।’
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন, বিশিষ্ট প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রুয়েট উপাচার্য প্রফেসর রফিকুল আলম বেগ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও রুয়েট চ্যান্সেলর আবদুল হামিদ সকল গ্রাজুয়েটকে ডিগ্রি এবং কৃতি গ্রাজুয়েটদের মাঝে গোল্ড মেডেল ও ক্রেস্ট প্রদান করেন।
এর আগে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে রাষ্ট্রপতি দুপুর ১টা ৫০ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে অবতরণ করেন। রুয়েটের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তুজা জানান, দুপুর আড়াইটায় রুয়েটের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এসে উপস্থিত হন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি পৌঁছলে তার নেতৃত্বে রুয়েট প্রশাসনিক ভবন থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে অংশগ্রহণ করেন রুয়েটের সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা।
এরপরে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বেলা ৩টায় সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়। গ্রাজুয়েটদের সনদ প্রদান এবং কৃতি গ্রাজুয়েটদের গোল্ড মেডেল ও ক্রেস্ট প্রদান করার পরে রাষ্ট্রপতি সমাপনি ও সভাপতির বক্তব্য দেন। এবারের সমাবর্তনে ২ হাজার ৮৭ জন গ্রাজুয়েট অংশগ্রহণ করেন।