১০০ বছরেও বঙ্গবন্ধু খুনির পৃষ্ঠপোষকদের সঙ্গে সমঝোতা হওয়ার কোনো সুযোগ নেই। যদি করি তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার সামিল হবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ নাসিম। যুদ্ধাপরাধীদের জোটের সঙ্গে সমঝোতা হওয়ার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘আপনি দেশের কোন হত্যার বিচার করতে পেরেছেন? শুধু নাটক করতে পেরেছেন। আপনি আপনার নিজের চেহারাটা একবার আয়নায় দেখুন, ভয় পেয়ে যাবেন।’
খালেদাকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘মানুষ তার প্রথম প্রেম ভুলতে পারে না, সে রকম আপনিও পাকিস্তানের প্রেম ভুলতে পারেননি। আর এ কারণেই আপনি পাকিস্তানের বর্তমান অবস্থা দেখে খুশি হয়েছেন। তবে খুশি হন, কোনো লাভ হবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া যতোই আপনি বিদেশি প্রভুদের সঙ্গে হাত মেলান না কেন, কোনো লাভ হবে না। বাংলার মানুষ তা হতে দেবে না। আর জিয়া তো পাকিস্তানের এজেন্ট ছিলেন।’