ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জাসদের কাজী আরেফ হত্যা
রিভিউ খারিজ, ২ জনের ফাঁসি বহাল

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৯, ২০১৪ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

Arefনিজস্ব প্রতিবেদক : জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় ফাঁসির আদেশের বিরুদ্ধে দুই আসামির করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিভিউ আবেদন করা এ দুই আসামি হলেন- ইলিয়াস ও রাশেদুল ইসলাম জন্টু।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রিভিউ আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও আাসামিদের পক্ষে খন্দকার মাহবুব হোসেন।
রিভিউ আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও আাসামিদের পক্ষে খন্দকার মাহবুব হোসেন।
এর আগে নিম্ন আদালতে ১০ আসামির ফাঁসির আদেশ হয়েছিল। পরে একজনকে খালাস দিয়ে অপর ৯ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জনের সবাইকে হাইকোর্ট খালাস দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে দুইজনের আপিল আবেদন খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জনের সবাইকে হাইকোর্ট খালাস দিয়ে যে রায় দেন সেই রায় বহাল রাখেন আপিল বিভাগ।
পরে এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইলিয়াস ও রাশেদুল ইসলাম জন্টু রিভিউ আবেদন করেন। শুনানি শেষে তা খারিজ করে দেন চূড়ান্ত আপিল বেঞ্চ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জাসদের সমাবেশে বোমা হামলায় মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আরেফসহ পাঁচজন নিহত হন। ঘটনার পরদিন দৌলতপুর থানার এসআই মোহাম্মদ ইসহাক আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ ২০০৪ সালের ৩০ আগস্ট রায় দেন। রায়ে ১০ আসামিকে ফাঁসি এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়।