ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শাস্তির পরিধি বাড়ছে গাড়ি মালিকদের

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৯, ২০১৪ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

Kaderনিজস্ব প্রতিবেদেক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে মোটর গাড়ি নিয়ন্ত্রণে যে অধ্যাদেশ রয়েছে সেটিকে আইনে রূপান্তর করা হচ্ছে। সময় এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইতোমধ্যে আমরা একটি খসড়া আইন প্রস্তুত করেছি।
বুধবার বেলা ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোবাইল কোর্ট পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন। সারাদেশে অবৈধ যানবাহন, ব্যাটারিচালিত গাড়ি, লাইসেন্সবিহীন চালক ও সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে বিআরটিএ যে অভিযান চালাচ্ছে তারই অংশ হিসেবে এই মোবাইল কোর্ট বসানো হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘গাড়ি দুর্ঘটনায় পড়বে আর মালিক বাইরে থাকবে সেটা হবে না। গাড়ির শ্রমিক এবং মালিক দুজনকেই শাস্তির আওতায় আনা হবে।আমরা যে নতুন আইন করতে যাচ্ছি সেই আইনের মাধ্যমে বিআরটিএকে কাঠামোগতভাবে শক্তিশালী করা হবে।’
বিআরটিএকে না দেখিয়েও গাড়ির ফিটনেস পাওয়া যায় সেক্ষেত্রে রাজধানীসহ দেশব্যাপী যে অভিযান চলছে সেটা ফিটনেস নিশ্চিত করা না ফিসনেসবিহীন গাড়ি রাস্তা থেকে সরানোর জন্য জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সর্ষের মধ্যে ভূত থাকবে না এটা মনে করা উচিত নয়। আমরা সবাই ভালো না, বিআরটিএতে যারা আছেন তারা যে সবাই ভালো এটা মনে করারও কোন কারণ নাই। তবে আমরা কঠোরভাবে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
বিআরটিএ’র গত ৭ দিনের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গত ৭ দিনে সারাদেশে  ৭১৬৪টি মামলা হয়েছে, জরিমানা হয়েছে ৫২ লাখ ১৬ হাজার ৫০০ টাকা। কারাদণ্ড হয়েছে ৩৬ জনের এবং ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ১৯২ টি গাড়ি।’
অভিযানের সময় সারাদেশে দুর্ঘটনা কমে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত ৭ দিনে সারাদেশে মাত্র ১৪টি দুর্ঘটনা হয়েছে, এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন, আহত হয়েছেন ৪৮ জন। দুর্ঘটনা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ এসময় রাজধানীতে ৫টি মোবাইল কোর্টের মাধ্যমে বিআরটিএ’র অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।