বাকৃবি প্রতিনিধি : দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বুধবার টানা ২য় দিনের মতো ক্লাস বর্জন করেছে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ এবং ফাঁকা গুলি করে পালিয়ে যায়। এরই প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। তাদের দেয়া ২৪ ঘণ্টা আলটিমেটাম শেষ হওয়ার পরও কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে না পারায় মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে তারা।
এরই ধারাবাহিকতায় বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়।
অপরাধীদের ধরতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যারয়ের প্রক্টর অধ্যাপক ড. হারুণ-অর-রশিদ।
এদিকে দুপুর ২টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।