ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মানবপাচার: ৯৮ আসামির বিরুদ্ধে নৌ বাহিনীর ২ মামলা

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ১৯, ২০১৪ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

2চট্টগ্রাম প্রতিনিধি : অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে যাত্রী আটকের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে নৌ বাহিনী। অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ আইনের অধীনে দায়ের হওয়া এই দুই মামলায় মিয়ানমারের ৮২ নাগরিকসহ মোট ৯৮ জনকে আসামি করা হয়েছে।
বুধবার সকালে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ ‘দুর্জয়’ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান নগরীর পতেঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন।
পতেঙ্গা থানার ওসি শাহাবুদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে করা মামলায় মিয়ানমারের ৮২জন নাগরিককে আসামি করা হয়েছে। আর মানবপাচার প্রতিরোধ আইনে করা মামলায় বাংলাদেশের ১৬ জন দালালকে আসামি করা হয়েছে। দুই মামলার মোট ৯৮ জন আসামিকেই ওই ট্রলার থেকে আটক করেছিল নৌ বাহিনী।
ওসি আরো জানান, নৌবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার রাতে আটক হওয়া যাত্রীদের থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৪৯৪ জন ভিকটিম বাংলাদেশি নাগরিক হওয়ায় তাদের রাতে ছেড়ে দেয়া হয়েছে। অন্যরা মামলার আসামি হওয়ায় বুধবার তাদের আদালতে হাজির করা হবে। এদের মধ্যে মানবপাচার আইনে দায়ের হওয়া মামলায় ১৬ অসামিকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
প্রসঙ্গত, গত সোমবার বিকেল চারটার দিকে গভীর সাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণাঞ্চলে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে মিয়ানমারের পতাকাবাহী একটি ট্রলার থেকে মালয়েশিয়া ও থাইল্যান্ডগামী নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করা হয়।
পরে নৌ বাহিনীর পাহারায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটক ট্রলার ও আরোহীদের চট্টগ্রামে নৌ বাহিনীর রেডি রেসপন্স বার্থ (আরআরবি) জেটিঘাটে নিয়ে আসা হয়।