নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান সাহাবুদ্দিন চুপ্পু হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য একথা জানিয়েছেন।
তিনি জানান, ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ায় বাংলাদেশি বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শে সোমবার তাকে মাউন্ট এলিজাবেথ হাসাপাতালে ভর্তি করা হয়। প্রফেসর লি থ্যাং এর তত্ত্বাবধায়নের তিনি চিকিৎসাধীন রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
এসময় সাহাবুদ্দিন চুপ্পুর সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এ জনসংযোগ কর্মকর্তা।