ফেনী প্রতিনিধি : ফেনীর বহুল আলোচিত একরামুল হক একরাম হত্যাকাণ্ডের পলাতক আসামি মো. রাজু প্রকাশ ওরফে আটা রাজুকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকেল ৪ টার দিকে ফেনী পৌরসভার বারাহীপুরের গাজী ক্রস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজু প্রকাশ একরাম হত্যা মামলার চার্জশিটভূক্ত ১৮ নং আসামি। রাজু ফেনী পৌর এলাকার বারাহীপুরের গাজী ক্রস রোডের জয়নাল আবেদীনের ছেলে।
ফেনীর র্যাব-৭ এর অধিনায়ক মেজর আহমদ মো. মহিউদ্দিন রাজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২০ মে সকাল ১১ টায় ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ৫৬ জনের নামে চার্জশিট দেয় পুলিশ।