ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এবারের সম্মেলনে সন্ত্রাসবাদ নির্মূলে জোর দেবে সার্ক

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২০, ২০১৪ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

abul-hasan-mahmud-aliনিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে এ অঞ্চলের সন্ত্রাসবাদ নির্মূলের ওপর জোর দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নেপালের কাঠমাণ্ডতে অনুষ্ঠিতব্য ১৮তম সার্ক সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সন্ত্রাসবাদের কালো ছায়া বিদ্যমান। এ ভয়ঙ্কর সন্ত্রাসবাদ থেকে মুক্ত হতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার বিষয়ে এবারের সম্মেলনে আলোচনা হবে।’
সার্ক দেশগুলোর মধ্যে ভিসা সহজীকরণ বিষয়ে এবারের শীর্ষ সম্মেলনে আলোচনা হবে বলেও জানান মন্ত্রী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।’
এর বেশি কিছু বলতে রাজি হননি মন্ত্রী।