নিজস্ব প্রতিবেদক : সাভারে পৌর এলাকার রেডিওকলোনী মহল্লার জালাল নিট কম্পোজিট লিমিটেড নামক পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে।
বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা প্রায় আধঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
সিপন, রোকেয়া খাতুন, মহাসিনসহ একাধিক শ্রমিক ও শিল্প পুলিশ জানান, সাভারের রেডিও কলোনী এলাকার জালাল নিট কম্পোজিট পোশাক কারখানায় গত মাসের বকেয়া বেতন এ মাসের ১২তারিখে পরিশোধের কথা ছিল। ৮দিন পার হয়ে গেলেও বেতন প্রদানে কারখানা কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে বৃহস্পতিবার সকালে কারখানায় প্রবেশের পর উৎপাদন বন্ধ রাখে তারা। এসময় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতী পালন করতে থাকে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ব্যার্থ হয়। প্রায় আধঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর দুপুর ১টার দিকে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।’
এছাড়াও যেকোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে তিনি জানান।