ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২০, ২০১৪ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

mahbub-uddin-khokonনিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব মামলা করা হচ্ছে সেসব অভিযোগ খতিয়ে না দেখেই মামলা গ্রহণ করা হচ্ছে। এমনকি এসব মামলায় নিম্ন আদালতের বিভিন্ন বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করছেন। এতে করে বোঝা যায়, বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারছেন না এ সরকারের কারণে। আদালতে স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবার তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে সুপ্রিমকোর্ট বার ভবনের দক্ষিণ হলে জাতীয়দাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কবথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দেদাজা বাদল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক ও তার পরিবার সম্পর্কে যত ষড়যন্ত্রই করা হোক সব ষড়যন্ত ধুলিস্যাত করে তারেক রহমান আগামী বছর দেশে এসে জন্মদিন পলন করবেন।’
অনুষ্ঠানে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।