নিজস্ব প্রতিবেদক : বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এনজিও সংগঠনের পক্ষে সুলতানা কামাল ও ড. ইফতেখারদের ষড়যন্ত্র কেবল মাত্র সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, এটি দেশের স্বাধীনতা ও রাষ্ট্রের বিরুদ্ধে। তাই সরকারের উচিত এসব ষড়যন্ত্রকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনএফ আয়োজিত ‘দেশপ্রেমিক সামরিক বাহিনীর বিরুদ্ধে এনজিও চক্রান্তের প্রতিবাদে’ এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার অধিকার কোন সংগঠনের নেই। সেনাবাহিনী দেশ ও জাতীর স্বার্থে কাজ করে। কিন্তু তারা এই বিশেষ বাহিনীর বিরুদ্ধে কথা বলে সংবিধান লঙ্ঘন করছে। তাদের মত মানুষের বাংলার মাটিতে থাকার কোন অধিকার আর নেই।’
বিচার বিভাগের উদ্দেশ্য তিনি আরও বলেন, ‘সুলতানা কামাল ও ড. ইফতেখারুজ্জামান সংবিধান লঙ্ঘন করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের বক্তব্যের মাধ্যমে। তাই আদালতের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হবে স্বাধীন বিচার বিভাগের প্রধান কাজ।’
এসময় অভিযুক্ত ব্যক্তিরা বিদেশি এজেন্ট হয়ে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজিত সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনএফ নেত্রী মাহজেবিন ওয়াহেদ, কেন্দ্রীয় প্রচার ও দপ্তর সম্পাদক মো. শফিউল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক ফ্রন্ট নেতা মীর রফিকুল ইসলাম আরজু, আবু হামিদুর রেজা খান, পরশ ভাসানী প্রমুখ।