ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাবার শোকসভায় কাঁদলেন জেভিন

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২০, ২০১৪ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

2রাজশাহী প্রতিনিধি : ‘প্রাণির প্রতি সহিংসতা হয় বলে যে মানুষটা আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন, তাকে কেন নৃশংসভাবে হত্যা করা হলো?’
এ প্রশ্নটি গত ১৫ নভেম্বর দুর্বৃত্তদের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক ড. একেএম শফিউল ইসলামের ছেলে সৌমিন শাহরিদ জেভিনের।
ড. শফিউল ইসলাম স্মরণে আয়োজিত এক শোক সভায় কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন, ‘বাবা ছিলেন আমার ভালো বন্ধু। তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন। আমাকে বলতেন স্বাভাবিক মৃত্যু হলে তিনি ১০০ বছর বেঁচে থাকতে চান। কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দিলো না।’
বৃহস্পতিবার সকাল ১০টায় রাবি সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে মমতাজউদ্দিন কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে ওই শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- নিহত শিক্ষকের পরিবারের সদস্যরাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন জেভিন। সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের চোখও ছিলো সজল।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা সুলতানার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, নিলুফার সুলতানা, ড. আব্দুর রহমান সিদ্দিকী, ড. সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা ড. শফিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।