ঠাকুরগাঁও প্রতিনিধি : বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহ আলম (২১) নামে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া শফিকুল ইসলাম নামে অপর এক জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ ।
বৃহস্পতিবার দুপুরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিকেলে রত্নাই সীমান্তে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে শাহ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএসএফ।
নিহত শাহ আলম বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সুদখোর গ্রামের শের মোহাম্মদের ছেলে এবং শফিকুল ইসলাম একই এলাকার মমিনটলা গ্রামের শামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় শাহ আলম ও শফিকুলসহ বেশ কয়েকজন ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তের ৩৮২/২ এস পিলার এলাকায় ভারতীয় গরু আনতে কাঁটা তারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শাহ আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করতে গেলে বিএসএফ শফিকুল ইসলামকে ধরে নিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলমকে ভারতে একটি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
এ ব্যাপারে ৩০ বিজিবির ইন্টিলিজেন্ট অফিসার মেজর তৌহিদ বিন ইসহাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মৃতদেহ ও আটক ব্যক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।