জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন উপাচার্য ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, অধ্যাপক, কর্মকর্তা, বর্তমান শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যদের মধ্যে ছিলেন- অধ্যাপক অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, কাজী সালেহ আহমদ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক মুহাম্মদ মুনিরুজ্জামান। তারা প্রয়াত অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সঙ্গে তাঁদের স্মৃতি রোমন্থন করেন।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘তিনি জাতির বাতিঘর ছিলেন। তাঁর মৃত্যুর মধ্যদিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হওয়ার নয়।