ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২, ২০১৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

chandinaকুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জিতেন্দ্র পাল (৫৫) ও বাবুল মিয়া (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চান্দিনা বাসস্ট্যান্ড ও সকাল সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার পূর্ব বেলাশহরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী এস আলম পরিবহণের একটি বাসের চাপায় জিতেন্দ্র পাল মারা যান। জিতেন্দ্র একই জেলার দেবিদ্বার উপজেলার বাউড়া-মোহনপুর গ্রামের বাসিন্দা।
সকাল সাড়ে ৯টায় মহাসড়কের পূর্ব বেলাশহর এলাকার আরএনআর সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বের হচ্ছিলেন সিএনজি চালিত অটোরিকশা চালক বাবুল মিয়া। এ সময় একটি ট্রাক্টর (পাওয়ার টিলার) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাবুল মিয়া ওই একই উপজেলার বাসিন্দা।
হাইওয়ে পুলিশের ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।