ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ-৩ উপ-নির্বাচন
স্বতন্ত্র বাতিল তাই মিলনই একমাত্র প্রার্থী

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২২, ২০১৪ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

mm-milonসিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আক্তারুল ইসলাম মুন্নুর মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় বাতিল করা হয়েছে। এরফলে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচনে রইলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সার্ভার স্টেশনে যাছাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রাথী আক্তারুল ইসলাম মুন্নু মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাছাই বাছাইয়ে মম আমজাদ হোসেন মিলনের মনোনয়ন পত্র ত্রুটিমুক্ত পাওয়া যায়।
অপরদিকে, নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থনসহ মনোনয়নপত্র জমা দিতে হয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী আক্তারুল ইসলাম মুন্নুর মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থন ছিল না। ফলে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর ঈদুল আযহার দিন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলংগা আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ গাজী ইছাহাক আলী মারা যান।
এরফলে ২৮ অক্টোবর সংসদ সচিবালয় এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনে চিঠি দিলে ১১ নভেম্বর এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ি ২০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২২ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই, আপিল ২৩ থেকে ২৫ নভেম্বর, ২৯ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থীতা প্রত্যাহার ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ২৩ ডিসেম্বর এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।