ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পাংশায় গুলিবিদ্ধ ভাইস চেয়ারম্যানের মৃত্যু

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২২, ২০১৪ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

Murderফরিদপুর প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার গুলিবিদ্ধ ভাইস চেয়ারম্যান মুন্সী নাদের হোসেনের (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নাদের মুন্সী রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন।
এর আগে শুক্রবার সকালে বাড়ির অদূরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন মুন্সী নাদের হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ জানান, শুক্রবার সকালে নাদের হোসেন তার বাড়ি উপজেলার হাবাসপুর গ্রাম থেকে মোটর সাইকেলযোগে উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় বাড়ির অদূরে কাচারিপাড়া নামক স্থানে অস্ত্রধারী কয়েক যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে নাদের হোসেনের বুকে ও মুখে দুটি গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ নাদের হোসেনের ছেলে মোস্তফা মাহমুদ হেনা মুন্সী জানান, মুক্তিযোদ্ধা নাদের হোসেন এলাকায় অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপের বিরোধীতা করতেন। নানা অপরাধমূলক কার্যকলাপের নেতৃত্বদানকারী মঞ্জু ও তার লোকজন তার বাবার ওপর এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস জানান, তার ঠোঁটের নিচে ও বুকের বাম দিকে দুটি গুলি লেগে ছিল।  এক্স-রে করে গুলি সনাক্ত করে অস্ত্রোপচারের থাকলেও তা হয়নি। পরে সেখানেই রাত একটার দিকে তার মৃত্যু হয়।