ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অভিবাসন সংস্কার বাস্তবে রূপ পাবে

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২২, ২০১৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অভিবাসন সংস্কার নিয়ে তিনি এগিয়ে যাবেন। এ ব্যাপারে তিনি চাপও প্রয়োগ করবেন। রিপাবলিকানদের বিরোধিতা সত্বেও এই সংস্কার বাস্তবে রূপ পাবে।
রিপাবলিকানরা অভিবাসন নীতিমালা সংস্কারে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার প্রয়োগে নিন্দা জানানোর পরই ওবামা এ কথা বললেন।
অভিবাসন বিলে কংগ্রেসে রিপাবলিকান সদস্যদের বাধা দেয়ার অভিযোগ তুলে ওবামা বলেন, তার (ওবামা) সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর বিকল্প নেই। তিনি অভিবাসন সংস্কারকে বাস্তবে রূপ দেয়ার অঙ্গীকার করেন।
ওবামার এই সংস্কারের ফলে ৪০ লাখের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধতার সুযোগ পাচ্ছেন। তারা কাজের জন্য আবেদন করতে পারবেন।
রিপাবলিকানরা যুক্তি দেখাচ্ছেন এ ধরনের বৈধতা দেয়া হলে অভিবাসীরা অবৈধপথে যুক্তরাষ্ট্রের আসতে আরো উৎসাহী হবেন।
বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে অবৈধ অভিবাসীদের উদ্দেশে বলেন, ‘আড়াল থেকে বেরিয়ে আসুন এবং আইনগত অধিকার অর্জন করুন।
ওবামা বলেন, সবাই জানেন, আমাদের অভিবাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। অভিবাসন নিয়ে তার দেয়া প্রস্তাবকে ‘জবাবদিহিমূলক, বিবেচনাপ্রসূত ও মধ্যমপন্থা’ বলে উল্লেখ করেন ওবামা। তিনি বলেন, এটা কোনো সাধারণ ক্ষমা নয়।
বিবিসির খবরে বলা হয়েছে, অভিবাসন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত ৪০ লাখের বেশি অবৈধ অভিবাসী ‘বিতাড়িত হওয়ার’ হাত থেকে রক্ষা পেতে পারেন।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। এ বছর সীমান্ত দিয়ে বহু শিশু প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। তারাই পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
ওবামা বলেন, তার পরিকল্পনা হয়তো লাখ লাখ অভিবাসীকে কাজের সুযোগ করে দেবে। কিন্তু এর মাধ্যমে অবৈধ তারা মার্কিন নাগরিকত্ব পাবেন না। মার্কিন নাগরিকরা সাধারণত যেসব সুযোগ সুবিধা ভৈাগ করে থাকেন তারা তাও পাবেন না।
ওবামার প্রস্তাবনার আওতায় নথিপত্রহীন বাবা মায়ের যেসব সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধ বাসিন্দা, তারা ৩ বছর পর্যন্ত কাজের পারমিট চেয়ে আবেদন করেতে পারবেন। আর যেসব বাবা-মা যুক্তরাষ্ট্রে অন্তত ৫ বছর বসবাস করেছেন তাদের সন্তানেরা কাজের সুযোগ পাবেন। প্রায় ৩৭ লাখ অভিবাসী এই নিয়মের আওতায় পড়বেন।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেন,অভিবাসন নিয়ে ওবামার প্রস্তাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পরামর্শ প্রতিফলিত হয়েছে। যে প্রস্তাবনা দেয়া হয়েছে তা প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যেই এবং পুর্ববর্তী প্রেসিডেন্টরাও ওই ধরনের ক্ষমতা প্রয়োগ করে গেছেন।
রিপাবলিকানরা প্রেসিডেন্ট বারাক ওবামার এই উদ্যোগের বিরোধিতা করছেন। তারা বলছেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে এ উদ্যোগ ওবামার এখতিয়ারের বাইরে এবং এতে সম্পর্ক বিষাক্ত হয়ে উঠবে।