ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সর্বনাশা ইয়াবাই মেহমুদের আশা

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২৪, ২০১৪ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

Mehmudবিনোদন ডেস্ক : বিনোদন বিভাগের নিয়মিত আয়োজন নতুন মুখ। আজকের নতুন মুখ বিভাগে থাকছে নবাগত অভিনেতা মেহমুদ সিদ্দিক লেলিনের গল্প।
মঞ্চের মানুষ মেহমুদ, ছোট বেলা থেকেই বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখতেন। স্বপ্নের পথে হাঁটতে গিয়ে বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন। কিন্তু তার মন পড়ে থাকে বড়পর্দায়। একারণে যখনই কাজী হায়াৎ এর ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেন, তখনই তা লুফে নিলেন।
ঘটনাটা মেহমুদের মুখ থেকেই শুনুন, ‘সর্বনাশা ইয়াবা ছবির জন্যে কাজী হায়াৎ একজন নতুন নায়ক খুঁজছিলেন। প্রাথমিক ভাবে এজন্যে বিশ জনকে নির্বাচন করেন। যাদের মধ্যে থেকে একজনকে তিনি নায়ক হিসেবে নিবেন। কিন্তু হঠাৎ করেই আমাকে তার বাসায় ডেকে পাঠালেন। প্রথমে তিনি আমাকে পাঁচ মিনিট ভালো করে দেখলেন। তারপর বললেন, তুমি এ ছবিতে কাজ করবা? আমি তো তখনই হ্যাঁ বলে দিলাম।’
এভাবেই বড়পর্দায় যাত্রা শুরু করেন মেহমুদ। যদিও অভিনয়ের সঙ্গে সখ্য সেই ছোটবেলা থেকে। যখন টেলিভিশনের পর্দায় কোনো চলচ্চিত্র দেখানো হতো মেহমুদ তা অবাক হয়ে দেখতেন। আর ভাবতেই আমিও একদিন চলচ্চিত্রে কাজ করবো। সে ইচ্ছা থেকেই ২০০৭ সালে ঝিনাইদহ থেকে ঢাকায় আসেন। এ প্রসঙ্গে মেহমুদ বলেন, ‘ঢাকায় এসে থিয়েটার আর্ট ইউনিটের সঙ্গে কাজ শুরু করি। একটু একটু করে অভিনয় সম্পর্কে জানতে শুরু করলাম। ‘অভিনয়’ বিষয়টা যে এতো সহজ নয় থিয়েটারে এসেই তা জানতে পারলাম।’
মেহমুদ ইতিমধ্যে ‘আমিনা সুন্দরী’, ‘সময়ের প্রয়োজনে’, ‘মগজ সমাচার’, ‘শেষের কবিতা’, ‘বার্থ ফ্যান্টাসি’, ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে প্রসংশা কুড়িয়েছেন। এদিকে গত ১৪ অক্টোবর মঞ্চে এসেছে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) প্রযোজিত নতুন নাটক ‘ম্যাকাব্রে’। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মেহমুদ। শিগগিরই নাটকটি নিয়ে ভারতসহ বেশ কয়েকটি দেশে প্রদশর্নী করতে যাচ্ছেন তিনি।
থিয়েটারে কাজ করতে করতেই এক সময় ছোটপর্দায় ডাক পড়ে মেহমুদের। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনসহ টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু মেহমুদের পুরো মনোযোগ এখন চলচ্চিত্রকে ঘিরে। কারণ সম্প্রতি মেহমুদ অভিনীত ‘সর্বনাশা ইয়াবা’ ছবিটি মুক্তি পেয়েছে। প্রথম ছবিতে কেমন সাড়া পেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘এক কথায় অসম্ভব রকমের সাড়া পেয়েছি। আমি ভাবতেও পারিনি যে একটি ছবিতে অভিনয় করে মানুষের মনে জায়গা করে নেয়া যায়।’
মেহমুদ আরো বলেন, ‘প্রথম দিন এক বন্ধুর অনুরোধে কাকরাইলের রাজমনি হলে ছবিটি দেখতে গিয়েছিলাম। হলে ঢুকেই বুঝতে পারলাম, তিল ধারণের জায়গা নেই। তারপরও এক কোনে বসে পড়লাম। বিপত্তি ঘটলো বিরতির সময়। হঠাৎ একজন দর্শক আমাকে দেখিযে বলছে পাইছি, এই তো নায়ক। অমনি আমাকে কোলে তুলে বাইরে নিয়ে আসা হলো। কেউ আমার সঙ্গে ছবি তুলতে, কেউ আবার আমার অটোগ্রাফ চাইছে। কোনো রকমে সেদিন বাসায় ফিরলাম।’
‘সবনাশা ইয়াবা’ ছবিতে মেহমুদ একজন মাদকাসক্ত তরুণের ভূমিকায় অভিনয় করেছেন। এতে তার বিপরীতে ছিলেন তমা। এছাড়া আরো অভিনয় করেছেন কাজী মারুফ ও প্রসূন আজাদ। ছবিটি সর্ম্পকে মেহমুদ বলেন, ‘এ ধরনের গল্প আমাদের দেশে এটাই প্রথম। মাদকের ভয়াবহতা নিয়ে ছবি নির্মাণ করেছেন কাজী হায়াৎ স্যার। এ ছবিটি দিয়েই চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হলো। এজন্যে কাজী হায়াৎ স্যারের কাছে আমি কৃতজ্ঞ। তিনিই আমাকে সুযোগটা দিয়েছেন।’
চলচ্চিত্রকে ঘিরে মেহমুদের অনেক স্বপ্ন। সবে যাত্রা শুরু করেছেন। তাই এখনই সব কিছু বলতে চান না। তবে এই মুহূর্তে ফাইটিং শেখায় ব্যস্ত। কারণ চলচ্চিত্রে ফাইটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া নাচেরও প্রয়োজন রয়েছে। আর থিয়েটারকর্মী হিসেবে নাচটা ভালোই জানেন এই নাবাগত নায়ক।
নবাগত হলেও, মেহমুদের আত্মবিশ্বাস প্রবল। এর কারণ তার রয়েছে থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা। এ প্রসঙ্গে মেহমুদ বলেন, ‘মঞ্চ থেকে বাণিজ্যিক চলচ্চিত্রে কেউ কাজ করতে আসে না। কিন্তু হুমায়ুন ফরীদির মতো অভিনেতা কিন্তু সেই মঞ্চ থেকেই এসেছিলেন। দর্শকরা আমাকে সাহস দিলে আমিও নিয়মিত ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করবো।’
এদিকে মেহমুদের হাতে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব রয়েছে। কিন্তু এ বিষয় নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চান না। ছবির গল্প ও চিত্রনাট্য দেখেই সবকিছু জানাবেন।