বিনোদন ডেস্ক : নির্মাতা অনিমেষ আইচের দ্বিতীয় ছবি ‘জিরো ডিগ্রি’ সেন্সর ছাড়পত্র পেল ২৩ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেন এ চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘আমরা আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছি। এ সপ্তাহেই ছবিটির রিলিজ ডেট চূড়ান্ত করতে পারবো বলে আশা করছি।’
গত বছরের নভেম্বরে ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহি, তারিক আনাম খান, ইরেশ যাকের, রাব্বি প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি প্লে হাউজ প্রোডাকশন্সের ব্যানারে ছবিটি প্রযোজনাও করছেন মাহফুজ আহমেদ। প্রযোজক হিসেবে আরও রয়েছেন আনসারুল আলম লিঙ্কন।