স্পোর্টস ডেস্ক : তারকাদের নিয়ে ভক্তকুলে আগ্রহের কমতি নেই। কখনও তারকাদের নিয়ে বাতাসে ভেসে বেড়ানো প্রণয়ের আষাঢ়ে গল্পও হয়ে পড়ে আলোচনার কেন্দ্রবিন্দু! আবার কখনও রটনার আড়াল থেকে বেড়িয়ে আসে সত্যিকারের প্রণয়সূতোয় গাঁথা এক বাস্তব চিত্র। তেমনই রটনা বা ঘটনা নিয়ে তারকাদের আলোচিত কিছু গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন:
ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর যখন ক্যারিয়ারের মধ্য গগণে তখনই হঠাৎই বাজারে রটে যায় সৌরভ-নাগমা ‘প্রেম’ কাহিনী। রসালো সব প্রেম কাব্য রচিত হতে থাকে গণদাধ্যমগুলোতে। অবস্থা এমন দাঁড়ায় যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ক্রিকেটের চেয়ে এই প্রণয় গল্প নিয়েই বেশি প্রশ্নবাণে জর্জরিত হতে হয় তাকে।
কিন্তু সেই গল্পকে পেছনে ফেলে দেন সৌরভ। এখানেই শেষ নয়। নাগ পাস কাটিয়েও রেহাই ছিল না। বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও তাকে জড়িয়ে নানা সম্পর্কের কথা রটে যায়। পরে অবশ্য জানা যায় সবই কাল্পনিক! আসলে সৌরভ-ঋতুপর্ণা বেহালায় এক গৃহশিক্ষকের কাছে একই সঙ্গে পড়তে যেতেন। এতটুকুই সেই কাল্পনিক প্রেম কাহিনীর পেছনের গল্প।
ব্রেট লি আইপিএলে খেলতে কিংস ইলিভেন পাঞ্জাবে নাম লেখানোর পর রটে ব্রেট লি-প্রীতি জিন্তা প্রেম কাহিনী। বাস্তবে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা ওই দলের মালকানার অংশীদার। আর অস্ট্রেলিয়ার পেস তারকা ব্রেট লি খেলতেন পাঞ্জাবের হয়ে। সেকারণেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় এক সঙ্গে। এতটুকুই ছিল সেই গল্পের উপজিব্য!
তারকাদের প্রণয়গাঁথাতবে উপরের দুই গল্পের চেয়ে অনেক বেশি বর্ণীল ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক সোয়েব মালিক ও ভারতের টেনিস রানী সানিয়া মির্জার প্রেম কাহিনী। আর সেটা বোধ সেই গল্পে বাস্তবতার ছোঁয়া থাকাতেই। তবে বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ এই জুটির ব্যাক্তিগত জীবন নিয়ে একটু বেশিই পরচর্চা করা হয়েছে। এমনকি বিয়ের আগে দুজনের চরিত্র নিয়ে অনেক প্রশ্ন উঠেছে! সানিয়ার আগে প্রাক্তন ‘ভারত সুন্দরী’ সায়ালি ভগতের সঙ্গে সোয়েবের একটা সম্পর্ক ছিল বলে গল্প প্রচলিত ছিল। সানিয়ার আরেক বাগদত্তার কথাও সামনে চলে আসে।
আরেক ভারতীয় গ্রেট ক্রিকেটার রবি শাস্ত্রীর প্রেম কাহিনীটাও জানা সবার। শাস্ত্রীর সঙ্গে অভিনেত্রী অমৃতা সিংয়ের এনগেজমেন্ট পর্যন্ত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই সম্পর্ক আর বেশিদূর অগ্রসর হয়নি। ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের সঙ্গে অঞ্জু মহেন্দ্রুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে গণমাধ্যমে নানা কাহিনী প্রচার হয়েছির। কিন্তু পরে মঞ্জুর সঙ্গে রাজেশ খান্নার সম্পর্ক তৈরি হওয়ায় সেই গল্পের ইতি ঘটে।
কিংবদন্তি পাকিস্তানী অল-রাউন্ডার ইমরান খানও বাদ যাননি এই তালিকা থেকে। তাকে জড়িয়ে বলিউড অভিনেত্রী জিনাতা আমনের সম্পর্ক কারও অজানা নয়। একটা সময়ে এই সম্পর্ক গল্পে দক্ষিণ এশীয় সব ক্রিকেট ভক্তরেই বুঁদ হয়েছিলেন। বাঙালি অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গেও ইমরানের অন্তরঙ্গ সম্পর্কের গল্প রটেছিল! তবে সেটাও ভিত্তিহীন প্রমাণিত হয় পরে।
ভারতের সোবেক অর রাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে মডেল আনচাল কুমারকে বেশ কয়েকটি পার্টিতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশিত হয় একবার। তবে যুবরাজের অসুস্থতার পর এই সম্পর্ক নিয়ে অবশ্য খুব বেশি আলোচনা হয়নি আর।