সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) গত বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা হলেন- নিলয় চন্দ্র সরকার ও আবু আওয়াল মো. শোয়েব।
রোববার বিকেলে তারা পদত্যাগ জমা দেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হিমাদ্রি শেখর রায়। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।
প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তিনি দেশে ফিরবেন। ভিসি দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রক্টর।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় দু’পক্ষই দেশীয় ও আগ্নেয়াস্ত্রের মহড়া দেয়। তাদের গুলিতে বহিরাগত এক ছাত্রলীগ কর্মী নিহত এবং প্রক্টরসহ প্রায় ২০ জন আহত হন।