ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সেরা ব্র্যান্ডের পুরস্কার দিল বিবিএফ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২৪, ২০১৪ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

Award-picনিজস্ব প্রতিবেদক : ‘ষষ্ঠ সেরা ব্র্যান্ড বাংলাদেশ ২০১৪’ শীর্ষক পুরষ্কার দিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সম্প্রতি বিবিএফ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ পুরষ্কার প্রদান করে। বিশ্বের নেতৃস্থানীয় ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশের সঙ্গে অংশীদারির মাধ্যমে পুরস্কারটি দেয় বিবিএফ।
এ বছর এফএমসিজি (ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস), ইলেক্ট্রনিকস ও সেবা খাতের প্রতিষ্ঠানসমূহকে পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। পারসনাল কেয়ার প্রডাক্টস ক্যাটেগরিতে লাক্স, লাইফবয় ও ডোভ-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো মনোনয়ন পেয়েছে। হেয়ার অয়েল ক্যাটেগরিতে মনোনয়ন পায় প্যারাস্যুটের পাশাপাশি স্থানীয় লালবাগ ব্র্যান্ড। স্পাইস বা মশলা ক্যাটেগরিতে মনোনয়ন পাওয়া সবগুলো ব্র্যান্ডই (প্রাণ ও রাঁধুনি ইত্যাদি) হলো স্থানীয় অর্থাৎ বাংলাদেশি।
এছাড়া দুগ্ধ শ্রেণীতে বিভিন্ন বহুজাতিক কোম্পানির সমান্তরালে মিল্ক ভিটা ও আড়ং মিল্কসহ দেশিয় কয়েকটি ব্র্যান্ডের নাম উঠে এসেছে। কোমলপানীয় ক্যাটাগরি বা শ্রেণীতে বহুজাতিক কোম্পানিগুলোর একচ্ছত্র আধিপত্য। আবার ফলের রস শ্রেণীতে তালিকার সবটা জুড়েই রয়েছে দেশীয় কোম্পানিগুলোর জয় জয়কার।
মিলওয়ার্ড ব্রাউনের গবেষণায় উঠে আসা এ ধরনের আরো অনেক চমৎকার তথ্যাবলী পুরস্কার ঘোষণা ও বিতরণ অনুষ্ঠানে প্রকাশ করা হয়। রাজধানীতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজন করা হয় ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৪’ শীর্ষক এই পুরস্কার ঘোষণা ও বিতরণ অনুষ্ঠান।
ব্র্যান্ডের সুনাম যে একটি কোম্পানির অবিচ্ছেদ্য অংশ এবং অনেক ক্ষেত্রেই এককভাবে সবচেয়ে মূল্যবান সম্পদ সেটি তুলে ধরার জন্যই বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বা সেরা ব্র্যান্ড পুরস্কার দেওয়া হয়। আর এভাবেই বিবিএফ বাংলাদেশের সবচেয়ে সমাদৃত ও সেরা ব্র্যান্ডগুলোর সাফল্যের স্বীকৃতি দেয় ও তাদের অর্জনগুলো তুলে ধরে।
উল্লেখ্য, দেশব্যাপী মিলওয়ার্ড ব্রাউন, বাংলাদেশের পরিচালিত এক ভোক্তা-গবেষণার ভিত্তিতে ২৯টি ক্যাটাগরি বা শ্রেণীতে সেরা ব্র্যান্ড পুরস্কার দেয় বিবিএফ।