ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কেনিয়া হত্যাকাণ্ড ‘ধর্মযুদ্ধ শুরুর প্রয়াস’

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২৪, ২০১৪ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

Kenyaআন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় একটি বাসে ২৮ যাত্রী হত্যার ঘটনাকে ‘ধর্মযুদ্ধ শুরুর প্রয়াস’ বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট উরু কেনিয়াত্তার একজন উপদেষ্টা।
সিনিয়র উপদেষ্টা আব্দিকাদির মোহাম্মেদ এই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে দেশটির সব ধর্মে বিশ্বাসী মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার ভোরে আল শাবাবা জঙ্গিরা কেনিয়ার উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ২৮ জন অমুসলিম যাত্রীকে হত্যা করে। সোমালিয়াভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীটি ২০১১ সাল থেকে কেনিয়ায় এ ধরনের বর্বর হামলা চালিয়ে আসছে।
হামলায় বেঁচে যাওয়া আহমেদ মাহাত বিবিসিকে জানান, বাসটি রাজধানী নাইরোবির দিকে আসছিল। পথে মান্দেরা কাউন্টিতে বাসটির গতিরোধ করে আল শাবাব জঙ্গিরা ওই হামলা চালায়। সোমালিয়ার সীমান্ত থেকে ওই জায়গার দূরত্ব খুব বেশি নয়।
আলজাজিরার খবরে বলা হয়, বাস থেকে প্রথমে যাত্রীদের নামানো হয়, এরপর তাদের গুলি করে হত্যা করা হয়।
নাইরোবির পুলিশ কর্তৃপক্ষের দাবি, সশস্ত্র সংগঠন আল শাবাব নতুন করে আবারও কেনিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। যে স্থানে ঘটনাটি ঘটেছে সেটা মূলত কেনিয়া ও সোমালিয়ায় সীমান্তবর্তী অঞ্চল। এখানে আল-শাবাবসহ বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন তৎপর।
উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসে নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে সশস্ত্র হামলায় ৬৮ জন মানুষ নিহত হয়। প্রাথমিকভাবে এই হামলার দায়িত্ব কোনো পক্ষ স্বীকার না করলেও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে আলশাবাব জঙ্গিগোষ্ঠী।