আন্তর্জাতিক ডেস্ক : মধ্যজাপানে শক্তিশালী ভূকম্পনে অন্তত ৩৯ জন আহত হয়েছে। শতশত বাড়ি-ঘর ভেঙে গেছে। শনিবার রাতে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২।
সরকারের পক্ষ থেকে আজ রোববার এই ভূকম্পনের কথা জানানো হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের খবর অনুযায়ী শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পনের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সরকার নিশ্চিত করেছে, ভূমিকম্পে অন্তত ৩৯ আহত হয়েছে। তার মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পের আঘাতে বহু ঘরবাড়ি ও পানির পাইপ ধ্বংস হয়ে গেছে। পার্বত্য এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি।
নাগুনা জেলায় প্রসিদ্ধ হাকুবা এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। পর্যটন রিসোর্টসমৃদ্ধ এই এলাকায় ১৯৯৮ সালে শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন করা হয়েছিল। টিভি ফুটেজে দেখা গেছে, বহু বাড়িঘর ধ্বসংস্তূপে পরিণত হয়েছে।
বাকুবা এলাকায় অন্তত ৩০ ব্যক্তি বাড়িঘরের নিচে চাপা পড়ার খবর পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, এ সপ্তাহে আরো কয়েক দফা ভূ-কম্পন হতে পারে।