আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গোপন নির্দেশে আরো এক বছর আফগানিস্তানে থাকবে মার্কিন সেনাবাহিনী। গত শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এই খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করে।
নিউইয়র্ক টাইমস অনুযায়ী, গত কিছুদিন ধরেই ওবামা হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন।
এর আগে চলতি বছরের মে মাসে ওবামা তার ভাষণে বলেছিলেন, ‘চলতি বছরের পর মার্কিন সেনারা আফগানিস্তানে সরাসরি যুদ্ধে যাবে না। জঙ্গি মোকাবেলায় আফগানিস্তানের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে মার্কিন বাহিনীর কাজ।’
তবে নতুন নির্দেশ মতে, মার্কিন বাহিনী নতুন আফগান সরকারকে রক্ষার পাশাপাশি তালেবান ও আলকায়েদার মতো অন্যান্য জঙ্গি গোষ্ঠির বিরুদ্ধে অভিযান চালাবে। শুধু তাই নয়, বিমান হামলাও চালাতে পারবে মার্কিন বাহিনী।
উল্লেখ্য, আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশে মার্কিন বাহিনী অবস্থানের পক্ষে তার মত দিয়েছেন। দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির বলেই মূলত আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তনে মার্কিন বাহিনী অবস্থান করবে।