আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে অর্ধশত লোক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭০ জন।
রোববার পাক্তিকা প্রদেশের ইয়াহইয়া খেল জেলায় একটি মাঠে ভলিবল খেলা চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ভলিবল খেলা চলাকালে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে অর্ধশত লোক নিহত হয় এবং আহত হয় আরো অনেকেই। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।