আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যার আঘাতে দক্ষিণ মরক্কোয় অন্তত ৩০ জন মানুষ নিহত হয়েছে। পাশাপাশি এখনও অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ভারি বর্ষণের কারণে দেশটির কয়েকটি অঞ্চলের অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও কমিটি জানায়।
কর্তৃপক্ষ আরো জানায়, গুয়েলমিম, আগাদির এবং ঔরাযাযাতি এলাকাগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। পানির স্রোতে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের উদ্ধারে অভিযান চলছে। গুয়েলমিম অঞ্চলের একই পরিবারের আটজন সদস্য মারা গিয়েছে বলেও জানা গেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, উদ্ধার অভিযানে ১৩০টি গাড়ি এবং নৌকা ব্যবহার করা হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া অঞ্চলগুলোতে হেলিকপ্টার দিয়েও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার মরক্কো প্রতিনিধি ব্রাহিম বওলিদ জানান, ‘আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে যে আরো ১০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ধাক্কার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ব্যবস্থা গ্রহন করছে বলে জানা গেছে।’
উল্লেখ্য, মরক্কোর জন্য বন্যা পরিস্থিতি তেমন নতুন কিছু নয়। প্রায়শই বন্যার আঘাতে প্রাণহানি থেকে শুরু করে ঘরবাড়ি পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এর আগে সেপ্টেম্বর মাসে বন্যায় চারটি শিশু মারা যায়।