নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও জামায়াতের সাবেক রুকন মোবারক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ‘মোবারক হোসেনকে যে অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ নয়। এই রায় আপিল বিভাগে বাতিলযোগ্য হবে। তিনি খালাস পাবেন।’
সোমবার দুপুরে মোবারকের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধকালীন একটি বইয়ে মোবারক হোসেনের বিরুদ্ধে আনীত ৫টি অভিযোগের উল্লেখ রয়েছে। কিন্তু কোথাও তার নাম উল্লেখ নেই।’
তাজুল ইমলাম বলেন, ‘রায়ে ন্যায় বিচার হয়নি। সঠিক বিচার হয়নি। আমার মক্কেলের সাথে কথা বলেছি। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আশাকরি আপিল বিভাগে তিনি খালাস পাবেন।’
তিনি আরো বলেন, ‘তার বিরুদ্ধে ওই এলাকার কেউ সাক্ষ্য দিতে আসেনি। এতেই প্রমাণিত হয় যে তিনি নির্দোষ।’
মোবারকের ছেলে আসাদুল্লা বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’