ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সংসদ অধিবেশনই লতিফকে গ্রেপ্তারে বাধা

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২৪, ২০১৪ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় তাকে গ্রেপ্তারে কিছুটা জটিলতা রয়েছে বলে জানিয়েছেনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে গ্রেপ্তারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে।’ তবে কবে নাগাদ তাকে গ্রেপ্তার করা হবে এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রোববার রাত ৮টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন লতিফ সিদ্দিকী। কিন্তু কোনো নির্দেশ না থাকায় বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওইদিন রাত ১১টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়- লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন এ ব্যাপারে তিনি জানেন কি না। তিনি হ্যাঁ সূচক জবাব দেন।
গ্রেপ্তারি পরোয়ানার আসামি তিনি। তাকে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তার গ্রেপ্তারের ব্যাপারে আমি কিছু জানি না।’