স্পোর্টস ডেস্ক : বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকার ম্যাচ জিততে এলটন চিগম্বুরা বাহিনীকে ২৯৮ রান সংগ্রহ করতে হবে।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন স্বাগতিক দলের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। গোড়াপত্তনের জুটিতে ১২১ রান করে ২৬তম ওভারে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন তামিম ইকবাল। ৪০ রান করে রান আউটের শিকার হন তিনি।
তবে আরেক পাশে তাণ্ডব অব্যাহত রাখেন এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত ১২০ বলে ৯৫ রান করে টি কামুনগোজির বলে লংঅনে ধরা পড়েন টাইগার ওপেনার। এর মাঝে ফিরে যান মুমিনুল হকও (১৫)। তবে চতুর্থ উইকেটে এসে সাকিব আল হাসান ও মুশফিক দারুণ একটি জুটি উপহার দেন।
৩৩ বলে সাকিবের ব্যাট থেকে এসেছে ৪০ রান। মুশফিকের করেন ৩৩ রান। লোয়ার অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ ৩৩ আর সাব্বির রহমান ২২ রান করেন। জিম্বাবুয়ের তিনাশে পানিয়াঙ্গারা সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পেয়েছেন কামুনগোজি ও মাসাকাদজা।