স্পোর্টস ডেস্ক : মাশরাফির জোড়া আঘাতের পর জিম্বাবুয়ে শিবিরে আগাত হানলেন রুবেল হোসেন। তিন উইকেট হারিয়ে বিপর্যস্ত জিম্বাবুয়ের। বাংলাদেশের করা ২৯৭ রানের চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যাট করতে নেমে শুরুতেই মাশরাফি তোপের শিকার হয়েছে সফরকারীরা। মাত্র ৬ বল খেলে দুটি বাউন্ডারিতে ৯ রান করা ভুসিমুজি সিবান্দাকে আর বিপজ্জনক হয়ে উঠতে দিলেন না বাংলাদেশ অধিনায়ক।
মাশরাফির বাউন্সার পুল করতে গিয়ে আকাশে বল তুলে দেন সিবান্দা। লং লেগে অনেক দুর দৌড়ে গিয়ে বল তালুবন্দী করলেন আরাফাত সানি। ফলে ৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটলো জিম্বাবুয়ের।
সিবান্দাকে তুলে নিয়েই ক্ষান্ত হলেন না বাংলাদেশ অধিনায়ক। টার্গেট করলেন জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যান হ্যার্মিল্টন মাসাকাদজাকে এবং পঞ্চম ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন। সুতরাং, মাত্র ২২ রান তুলতে না তুলতেই মাশরাফির জোড়া আঘাতে ২ উইকেট হারিয়ে বসল জিম্বাবুয়ে।
এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান।