নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিকৃত অধ্যায় হচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের অধ্যায় বলে মন্তব্য করেছেন বিকল্প ধারার মহাসচিব একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ডা. মিলন স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বদরুদ্দোজা বলেন, ‘এ সরকার ভুলে গেছে মিলনের অবদানের কথা। মিলন চেষ্টা করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। এরশাদের মতো অগণতান্ত্রিক শাসককে উৎখাত করতে।’
তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘এখন যদি সরকার মিলনের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায় তাহলে কি মিলনের হত্যাকারী এরশাদকে সঙ্গে নিয়ে যাবেন? এরশাদ তো বর্তমান সরকারের রাজনৈতিক সঙ্গী।’
তিনি বলেন, ‘আজকে যারা এরশাদকে সমর্থন করছে ইতিহাসের কাছে, গণতন্ত্রের কাছে, মিলনের কাছে তাদের চিরদিন অপরাধী হয়ে থাকতে হবে।’
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান সরকার একজন স্বৈরাচার শাসককে রাষ্ট্রের বিশেষ দূত বানিয়েছে। খালেদা জিয়া যদি রাজাকরদের হাতে পতাকা দিয়ে এক নম্বর অন্যায় করে থাকে তাহলে শেখ হসিনা একজন চিহ্নিত স্বৈরাচারী শাসককে যে রাষ্ট্রের বিশেষ দূত বানালো, এটা কোন ধরনের অপরাধের মধ্যে পড়ে?’
ড্যাবের সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ট অধ্যাপক এমএ মাজেদ প্রমুখ।