বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী শ্রাবন্তী সরকার ঋতু। ২৭ নভেম্বর তিনি বিয়ে করতে যাচ্ছেন। তার বর নড়াইল নিবাসী শ্রী গোবিন্দ কুমার বসু বর্তমানে পারটেক্স ডেনিমে কর্মরত রয়েছেন। ঋতুর পিতা বিজন কান্তি সরকার ও মা রেবা রাণী সাহা মেয়ের জন্য আর্শিবাদ চেয়েছেন।
ঢাকার আফিসার্স ক্লাবে বিবাহ অনুষ্ঠিত হবে। ঋতুর প্রথম একক অ্যালবাম ‘লাভ টিউন’ এর পর দ্বিতীয় একক অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি।