নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি জ্বালাও পোড়াও না করে জনগণকে সঙ্গে নিয়ে ঢাকায় সমাবেশ করলে বর্তমান সরকার ক্ষমতায় আসতে পারতো না। কাজেই বলা যায় এক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।
বুধবার বনানীর পার্টি কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদী ও ইসলামী ভাবধারায় বিশ্বাসী দল। জাতীয় পার্টিও তাদের মতো ভাবধারায় বিশ্বাসী। কিন্তু আওয়ামী লীগ একটি সেকুলার পার্টি। তাই হয় বিএনপি থাকবে নতুবা আমরা থাকবো।
লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণের ঘটনায় তিনি বলেন, ‘জাতীয় পার্টির আন্দোলনের কারণেই তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন। কিন্তু বিএনপি আজ পর্যন্ত কোনো কথা বললো না। খালেদা জিয়া এ পর্যন্ত কোনো বিবৃতি না দিয়ে প্রমাণ করেছেন তিনি ইসলামী ভাবধারায় বিশ্বাস করেন না।’
৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের কারণ হিসেবে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যই আমরা অংশগ্রহণ করেছিলাম। যদি নির্বাচনে অংশ না নিতাম তাহলে দেশে একটি অসংবিধানিক সরকার আসতো। এজন্য বেশি ক্ষতিগ্রস্ত হতো আওয়ামী লীগ। তারপর বিএনপি এবং আমরাও ক্ষতিগ্রস্ত হতাম।
তিনি বলেন, ‘দেশ এখন খুন ও গুমে ভরে গেছে। মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। আমাদের সময় কোনো খুন গুম ছিলো না। নারী নির্যাতন ও এসিড নিক্ষেপও ছিলো না। এ অবস্থায় মানুষ পরিবর্তন চায়। এজন্যই জাতীয় পার্টিকে দরকার।’
তিনি আরো বলেন, ‘আমরা একদিনের জন্য গণতন্ত্র চাই না। আমরা ৩৬৫ দিনের জন্য গণতন্ত্র চাই।’
ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল আহমেদ চিশতির সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহা উদ্দিন আহমেদ বাবুল, খিলক্ষেত থানার সভাপতি নজরুল ইসলাম, ভাষানটেক থাকার মনিরুজ্জামানসহ পার্টির কেন্দ্রীয় নেতারা।