রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যার ঘটনায় অস্ত্র বহনে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করেছে র্যাব।
বুধবার ভোর ৫টার দিকে নগরীর রেলস্টেশন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা হয়।
এ নিয়ে বেলা দুপুর ১২টার দিকে র্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র্যাব।
রাজশাহী র্যাবের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম বলেন, ‘এই ব্যাটারি চালিত অটোরিকশা র্যাবের হাতে গ্রেপ্তার টোকাই বাবুর। হত্যাকাণ্ডের আগে এই অটোরিকশা যোগে অপর গ্রেপ্তারকৃত সবুজ অস্ত্র নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় অটোরিকশা ঘটনাস্থালের আশপাশে রাখা হয়।’
হত্যার পর খুনিদের কয়েকজন অস্ত্র নিয়ে এ অটোরিকশায় পালিয়ে যায় বলে জানান মেজর শফিকুল।