ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শনিবার সোহরাওয়ার্দীতে মেননের সমাবেশ

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২৬, ২০১৪ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

rashed-khan-menon-2নিজস্ব প্রতিবেদক : মৌলবাদী-সাম্ররাজ্যবাদী ষড়যন্ত্র প্রতিরোধ এবং জনজীবনের সঙ্কট মোচন ও অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সমাবেশে লাখো মানুষের জমায়েত হবে বলে আশা করছে দলটি।
বুধবার বেলা সাড়ে ১১টায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে শহীদ রাসেল আহমেদ খান মঞ্চে এ ব্যাপারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে মূল বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, নুর আহমদ বকুল, মাহমুদুল হাসান মানিক, হাজেরা সুলতানা , কামরূল আহসান প্রমুখ।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত ও শাস্তি কার্যকর, জামায়াত-শিবির নিষিদ্ধ করা, বাহাত্তরের সংবিধান পুনর্বহাল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জননিরাপত্তা নিশ্চিত করা, বিচার বহির্ভূত হত্যকাণ্ড বন্ধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখা, জনগণের খাদ্য নিরাপত্তাসহ পুষ্টিমান সম্পন্ন খাদ্যপ্রাপ্যতা নিশ্চিত করাসহ ২০ দফা দাবিতে আমাদের এ সমাবেশ।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ নভেম্বরের সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। সারাদেশের বিভিন্ন জেলা থেকে পার্টির নেতাকর্মীরা নিজ উদ্যোগে ও নিজ খরচে এই সমাবেশে যোগ দেবেন। সমাবেশকে সামনে রেখে পার্টি দেশের ৬০টি জেলা সদর ও বিভিন্ন উপজেলা-ইউনিয়ন পর্যায়ে ৮ শতাধিক পদযাত্রা করেছে। কেবল জনজমায়েত নয়, সমাবেশের রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে সারাদেশের মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে এসব জনঘনিষ্ঠ কর্মসূচি পালন করা হয়েছে।