নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ৯ জন বিদেশিকে জাল ভিসাসহ আটক করেছে র্যাব।
বুধবার দুপরে দিকে র্যাব-২ এর সহকারী পরিচালক রুম্মন মাহমুদ নেতৃত্বে তারেকে আটক করা হয়।
রুম্মন মাহমুদ বলেন, ১৯ জন বাংলাদেশিকে প্রতারণা করে জাল ভিসা দিয়ে বিভিন্ন দেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই বিদেশিরা। এসময় তাদের হাতেনাতে ধরা হয়েছে।
তবে তারা কোন দেশের নাগরিক সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে সংবাদ সম্মেলন করে সব জানানো হবে বলে জানিয়েছে র্যাব।