ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ের দেড়শ কোচ কেনার চুক্তি সই

দৈনিক পাঞ্জেরী
নভেম্বর ২৭, ২০১৪ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

Rail2নিজস্ব প্রতিবেদক : এশীয় উন্নয়ন ব্যাংকের ( এডিবি) অর্থায়নে দেড়শ নতুন রেল কোচ কেনার উদ্যোগ নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ১০০টি মিটার গেজ ও ৫০টি ব্রডগেজ কোচ রয়েছে। শত ভাগ ট্রেনযাত্রা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।
৫৬১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ের কোচগুলো আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৪ মাসের মধ্যে  সরবরাহ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ইনক্লাপিটি ইন্ডাস্ট্রি। ফলে অধিক যাত্রী বহন করতে পারবে রেল। পাশাপাশি কোচ সমস্যাও কিছুটা দূর হবে বলে রেল কর্তৃপক্ষ মনে করছেন।
বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে এডিবির অর্থায়নে ১০০টি মিটার গেজ এবং ৫০টি ব্রড গেজ কোচ সংগ্রহের দুটি চুক্তিসই অনুষ্ঠিত হয়েছে। ১০০টি কোচের  জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ইনক্লাপিটি ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট  ডিরেক্টর আর আগস এইচ পুরনোমো এবং রেলওয়ের পক্ষে রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন এবং ৫০টি কোচের জন্য রেলওয়ের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক মো. খলিলুর রহমান চুক্তিপত্রে সই করেন।
চুক্তিসই অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘বিগত বিএনপি জোট সরকার আমলে রেল ছিল অবহেলিত। তারা রেল উন্নয়নের কোনো কাজ করেনি। আর বর্তমান সরকার রেলের প্রতি নজর দেয়। রেলকে গণমুখী করতে সরকার ৪১টি প্রকল্প গ্রহণ করে।’
এসব প্রকল্প আগামী চার বছরের মধ্যে বাস্তবায়ন হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, ‘নতুন ১৫০টি কোচ সংগ্রহ যুগান্তকারী এক পদক্ষেপ। এই কোচগুলো কিছুটা হলেও রেলওয়ের কোচ সঙ্কট দূর হবে।’
এসময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী সিকদার, রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ, নতুন এই কোচগুলো কেনার জন্য গত ডিসেম্বরে দরপত্র আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। দরপত্রে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো ভারতের রাইটস লিমিটেড, ইন্দোনেশিয়ার ইনক্লাপিটি ইন্ডাস্ট্রি ও চীনের সিএসআর নানাজিং পুঝেন কোম্পানি লিমিটেড।
এই তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দর প্রস্তাব করে ইনক্লাপিটি। ৫০টি ব্রড গেজ কোচ সরবরাহে প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর ২১৬ কোটি ৫৮ লাখ টাকা ও ১০০ মিটার গেজ কোচে ৩৪৪ কোটি ৫৪ লাখ টাকা।
কোচগুলো কেনায় রেলওয়ের প্রাক্কলিত মূল্যের চেয়ে অনেক কম দর প্রস্তাব করেছে ইনক্লাপিটি। ৫০টি ব্রড গেজ কোচ কেনায় রেলওয়ের প্রাক্কলিত মূল্য ছিল ৩১০ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ ইনক্লাপিটি ৯৩ কোটি ৮৩ লাখ টাকা বা ৩০ শতাংশ কম দর প্রস্তাব করেছে।
আর ১০০ মিটার গেজ কোচ কেনায় রেলওয়ের প্রাক্কলন ছিল ৩৯৯ কোটি ৭১ লাখ টাকা। এক্ষেত্রে ৫৫ কোটি ১৩ লাখ বা ১৬ শতাংশ কম দর প্রস্তাব করা হয়েছে।